15 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / অসহায় মানুষের পাশে দাঁড়ান তাদেরকে ভালবাসতে শিখুন : আশা

অসহায় মানুষের পাশে দাঁড়ান তাদেরকে ভালবাসতে শিখুন : আশা

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা বলেছেন, দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই আমরা অসহায় মানুষের সেবা করার চেষ্টা করে যাচ্ছি। জানি না কতটুকু পারছি তবুও আমাদের ক্ষুদ্র চেষ্টায় কিছুটা হলেও এই মানুষ গুলো তাদের পরিবার পরিজন নিয়ে দু’বেলা খাবারের ব্যবস্থা করতে পারছে। আমি প্রতিবারই ত্রাণ সামগ্রী বিতরন কালে সমাজের বিত্তবানদের আহবান করে থাকি এই অসহায় মানুষ গুলোর জন্য। তাই আমি আবারও আহবান করবো ঘরে বসে রাজনীতি না করে এই মানুষ গুলোর জন্য কিছু করুন। এখন রাজনীতি করার সময় নয়, এখন সময় মানুষের সেবা করার। আমি সেটাই করার চেষ্টা করছি। আপনারাও অসহায় মানুষের পাশে দাঁড়ান তাদেরকে ভালবাসতে শিখুন। দেখবেন আপনাদের ভালবাসার লোকের অভাব হবে না।

মঙ্গলবার ১২ই মে সকাল ১০ টায় বন্দর থানাধীন কবিলার মোড়স্থ তার নিজ বাস ভবনের সামনে মহামারি করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় হতদরিদ্রদের নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের উদ্যোগে সাড়ে ৭শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা শেষে এসব কথা বলেন।

আবুল কাউছার আশা আরো বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল সাহেবের উদ্যোগে এ খাদ্য সামগ্রী অসহায় কর্মহীন মানুষের মাঝে প্রদান করা হচ্ছে। ধারাবাহিকতার সহিত কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যহত থাকবে।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর তালিকায় ছিলো, চাউল, ডাল, আলু, আটা, পিয়াজ। বন্দর থানাধীন কবিলার মোড়, পুর্বপাড়া ও নবীগঞ্জ কদমরসুল এলাকার অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন।

আরও পড়ুন...

নিখোঁজের ২১ দিনেও খোঁজ মেলেনি সুমাইয়ার ! 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শহীদনগর ডিয়ারা (ব্যাংক কলোনী) এলাকার  হাছিনা বেগমের …