5 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আন্তর্জাতিক / অবিলম্বে সব ধরণের সহিংসতা বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে হবে

অবিলম্বে সব ধরণের সহিংসতা বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে হবে

নিউজ ব্যাংক২৪.নেট  অবিলম্বে সব ধরণের সহিংসতা বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যুব বাঙালী।

বুধবার ১৮ অক্টোবর ২০২৩ সংগঠনের যুগ্ম আহ্বায়ক রায়হান তানভীর ও সদস্য সচিব তানসেন এক বিবৃতিতে এ দাবি জানান।

ফিলিস্তিনের গাজায় হাসপাতালে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ। তারা বলেন, একের পর এক হামলায় ফিলিস্তিনের মাটি রক্তাক্ত হয়ে উঠেছে। অসহায় মানুষের কান্নায় বাতাস ভারী হয়ে এসেছে।

বড় ধরণের মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে সব ধরণের সহিংসতা বন্ধের পদক্ষেপ নিতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা ছাড়া এ বিপর্যয় থেকে শুধু গাজা শহর নয় সমগ্র দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার …